Tuesday, November 3, 2015

বাবার সত্য কথার কারণেই কি দীপন হত্যাকাণ্ড?



বাবার সত্য কথার কারণেই কি দীপন হত্যাকাণ্ড? =====>>

গত ২৬ অক্টোবর ২০১৫ তারিখে চ্যানেল ২৪ আয়োজিত টক-শো 'প্রাসঙ্গিক' এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান সুপার নিউমারি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছিলেন, শেখ মুজিব ইচ্ছে করে আগে থেকে সিদ্ধান্ত নিয়েই মুক্তিযুদ্ধে যাননি এবং স্বেচ্ছায় গ্রেফতার হয়েছিলেন। এই কথাগুলোই কী তার সন্তান এবং জিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি ফয়সল আরেফিন দীপনকে হত্যার কারণ?

সবাই জানেন বাংলাদেশে জঙ্গীবাদের উত্থান ১৯৯৮ সালে আওয়ামী লীগ আমলে আওয়ামী যুবলীগের নেতা মির্জা আজমের বোন-জামাই শায়খ আব্দুর রহমানের জেএমবি সৃষ্টির মাধ্যমে। এই জেএমবি দিয়েই তারা ২০০৫ সালে তৎকালীন বিএনপি সরকারকে উৎক্ষাতের জন্য সিরিজ বোমা হামলা করিয়েছিল। কাজেই রাজনৈতিক ভিন্নমত দমনের জন্য আওয়ামী লীগ কর্তৃক পুলিশের পাশাপাশি জঙ্গী ব্যবহারের ইতিহাস মোটেই নতুন নয়।

No comments:

Post a Comment