হিন্দু ধর্মটা চরম হাস্যকর।
কারণ-
1. এ ধর্মের অনুসারীরা তিন হাজার বছরেও তাদের ধর্মের নাম নির্ধারণ করতে পারেনি।
কেউ বলে হিন্দু ধর্ম। কেউ বলে সনাতন ধর্ম। কেউ বলে বৈদিক ধর্ম।
2. এ ধর্মের অনুসারীরা তিন হাজার বছরেও তাদের সৃষ্টিকর্তা কে তা নির্ধারণ করতে পারেনি।
কেউ বলে সৃষ্টিকর্তা নিরাকার ব্রহ্ম।
কেউ বলে শ্রীকৃষ্ণ পরমেশ্বর অর্থাৎ শ্রীকৃষ্ণ সৃষ্টিকর্তা।
কেউ বলে মহাদেব পরমেশ্বর অর্থাৎ মহাদেব সৃষ্টিকর্তা।
3. এ ধর্মের অনুসারীরা তিন হাজার বছরেও তাদের ধর্মের প্রধান ধর্মগ্রন্থ নির্ধারণ করতে পারেনি।
কেউ বলে বেদ প্রধান ধর্মগ্রন্থ।
কেউ বলে গীতা প্রধান ধর্মগ্রন্থ।
আবার ইসকন বলে ভাগবত পুরাণের অবস্থান বেদ গীতার উপরে। অর্থাৎ ভাগবত প্রধান ধর্মগ্রন্থ।
4. এ ধর্মের অনুসারীরা তিন হাজার বছরের মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য কি- তা নির্ধারন করতে পারেনি।
কেউ বলে পরম ব্রহ্মের সাথে মিশে যাওয়া।
ইসকন বলে গোলক বৃন্দাবনে গিয়ে শ্রীকৃষ্ণের সেবা করা।
আবার কেউ কেউ বলে স্বর্গে যাওয়া।
No comments:
Post a Comment