বনে আগুন লেগেছে, পশুপাখি সব পালাচ্ছে। বাঘ, হরিণ, ক্যাঙারুরা মাটির ওপর দিয়ে ছুটছে। ধোঁয়ায় ভরা আকাশে ছন্নছাড়া পাখিরা ডানা ঝাপটাচ্ছে। যদি সোলায়মান বাদশার মতো পশুপাখিদের ডাক আমরা বুঝতে পারতাম, তাহলে হয়তো শুনতাম দশ দিকে একই চিৎকার—বাঁচাও বাঁচাও। কিন্তু আমরা পাখিদের ভাষা না বুঝলেও একটা পাখি বুঝেছিল মানুষের ভাষা। সেই ভাষায় সে লোকালয়ে এসে মানুষের দরজার কাছে একটানা ডেকে গেছে। ভেবেছে, মানুষ বোধ হয় তাদের বাঁচাতে পারবে, নেভাবে বনের আগুন। তাই শহরের এক বাড়ির বেড়ার ওপর বসে একটানা সাইরেনের সুরে ডেকে যাচ্ছে, ডেকেই যাচ্ছে।
তার সুরটা দমকল বাহিনীর গাড়ির জরুরি ডাকের মতো, ছুটন্ত অ্যাম্বুলেন্সের শব্দের মতো। পাখিটির স্পষ্ট সেই ডাক একজন ভিডিও করেছেন, সেই ডাক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, বিশ্বের গণমাধ্যম পাখিদের সেই ‘এসওএস’ বার্তা পৌঁছে দিয়েছে সারা পৃথিবীতে। অস্ট্রেলিয়ায় চলমান ঝোপঝাড় পোড়ানো আগুন থেকে বেরিয়ে মানুষের সাহায্য পেতে আসা পাখিটির ডাক কি কোনো অনুরণন তোলে আমাদের মনে? অস্ট্রেলিয়ার এই ম্যাগপাই পাখি আমাদের শালিকের মতো শব্দ অনুকরণ করতে পারে। সেই পাখির আকুল করা সাহায্যের আবেদন শুনে মন থমকে যায়। মনে হয়, দূষণে-আগুনে আর জলবায়ু পরিবর্তনে বিপন্ন পৃথিবীই যেন ডাকছে ওই পাখির সাইরেন-সুরে। ঘটনা গত বুধবারের।
No comments:
Post a Comment