কোমর ও হাঁটু প্রতিস্থাপনে থ্রিডি প্রিন্টিং ===>>
মেডিকেল খাতে ব্যবহৃত থ্রিডি প্রিন্টারের মাধ্যমে তৈরি উপকরণ করছে বিশ্বের বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান। এর মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের মেডিকেল প্রযুক্তি প্রতিষ্ঠান স্ট্রাইকার। তাদের বড় কারখানাটি আয়ারল্যান্ডের ক্যারিগটোহিলে।
স্ট্রাইকারের ওই কারখানা আধুনিক এক শিল্পভবনের মতোই। বাইরের থেকে দেখলে ভেতরের কর্মযজ্ঞের আভাস পাওয়া যায়। কারখানার বিশাল হলঘরে সারি সারি থ্রিডি প্রিন্টার বসানো। প্রতিটির আকার বড় আকারে ফ্রিজের সমান। এ যন্ত্রেই তৈরি করা হয় অস্থি প্রতিস্থাপনে ব্যবহৃত বিভিন্ন উপকরণ। কয়েক ধাপে এসব উপকরণ তৈরি করা হয়।
প্রতিস্থাপন উপযোগী উপকরণ তৈরিতে যে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহৃত হয়, তাকে ‘ডাইরেক্ট-মেটাল লেজার সিনটেরিং’ বলে। ===>> http://bit.ly/2EVkJjI
No comments:
Post a Comment