Pages

Pages for Language Studies

Pages on Academic Studies

News & Views : Links

Thursday, December 1, 2016

মুজাহিদ সাহেবের ফাঁসি- প্রহসণের মাধ্যমে বিচার বিভাগীয় হত্যাকান্ডের ঘৃণ্য...



মুজাহিদ সাহেবের ফাঁসি- প্রহসণের মাধ্যমে বিচার বিভাগীয় হত্যাকান্ডের ঘৃণ্য পাঁয়তারা

১৯৭১ সালে তিনি মাত্র ২৩ বছর বয়সের এক তরুণ। মুক্তিযুদ্ধের পরে যিনি দেশে থেকেই পড়াশুনা করেছেন, চাকুরী করেছেন; যাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন কোন অপরাধে বাংলাদেশের কোন জেলায় একটি মামলা এমনকি একটি জিডিও হয়নি। সেই নিরীহ ও নির্দোষ মানুষটি যখন হয়ে উঠলেন রাজনৈতিক প্রতিদ্বন্দী এবং জনপ্রিয় নেতা, তখন হঠাৎ করেই স্বাধীনতার ৪০ বছর পর ২০১০ সালে যা আগে কখনো শোনা যায়নি এমন সদ্য গজিয়ে ওঠা কিছু অভিযোগের ভিত্তিতে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে গ্রেপ্তার দেখায়। তাঁর বিরুদ্ধে তৈরি করা হয় একের পর এক মনগড়া মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ।
আসুন দেখি কি বলা ছিল এই অভিযোগগুলোতে এবং এগুলোর বিচার প্রক্রিয়াই বা কেমন ছিলো।
বিস্তারিত: https://goo.gl/02Mmu7
মানবতা ও ন্যায়বিচারের স্বার্থে এই বিচার বিভাগীয় হত্যাকান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ সোচ্চার হোন।

No comments:

Post a Comment