Saturday, November 5, 2016

ডাকে পাখি খুলো আঁখি , দেখো সোনালী আকাশ



গান : ডাকে পাখি খোলো আঁখি
কথা : নজরুল ইসলাম বাবু
সুর : শেখ সাদী খান
কণ্ঠ : হৈমন্তী শুক্লা
সময় : প্রায় ১০ মিনিট

শেখ সাদী খান
১৯৮৪ সালের কথা। পরিচালক বেনজীর আহমেদ ‘প্রতিরোধ’ ছবির জন্য গান করতে বললেন। গানটি ব্যবহৃত হবে সকালের একটি দৃশ্যে। একদিন সকালে আমি আর নজরুল ইসলাম বাবু রিকশায় করে বাংলাদেশ বেতারে যাচ্ছিলাম। রমনা পার্কের কাছে আসতেই বাবু বললেন, ‘গানটির মুখ লেখা হয়ে গেছে।’ শুনে আমারও মনে ধরে গেল। প্রায় ১০ মিনিটের মধ্যে আমরা গানটির কথা-সুর তৈরি করে ফেলি। শোনানোর পর পরিচালক খুব একটা পছন্দ করলেন না। ভারতের ভাইব্রেশন স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন হৈমন্তী শুক্লা। ভয়েস শেষ হতেই সেখানে প্রবেশ করেন গৌরীপ্রসন্ন মজুমদার। গানটি শুনে তিনি বলেন, ‘বাহ! কথা ও সুরের দারুণ সমন্বয় হয়েছে। খুব ভালো লাগল।’ রেকর্ডিংয়ের পর পরিচালকসহ সবাই গানটির প্রশংসা করেন।
http://www.kalerkantho.com/home/printnews/410423/2016-09-29

No comments:

Post a Comment