Thursday, September 8, 2016
৬৯ হিজরীর বাংলাদেশ তথা দ. এশিয়ার সবচেয়ে পুরাতন মসজিদ বাংলাদেশে !!!
স্থানীয় অধিবাসী এবং ইতিমধ্যে গঠিত ‘হারানো মসজিদ কমিটি’র সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের দাবি অনুযায়ী এই মসজিদটি নির্মাণ করেছেন মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর একজন সাহাবা। যিনি এই অঞ্চল দিয়ে চীনে পাড়ি জমিয়েছিলেন। এবং চীনের বিস্মৃত কোয়াংটা নদীর ধারে কোয়াংটা শহরে তাঁর নির্মিত মসজিদ ও সমাধি রয়েছে। সেই মহান সাহাবির নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.)।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment