Pages

Pages for Language Studies

Pages on Academic Studies

News & Views : Links

Friday, June 24, 2016

Bhar do Jholi Amjad Fareed Sabri



ইসলামাবাদ: পাকিস্তানের বিখ্যাত কাওয়াল আমজাদ সাবরি করাচি শহরে বন্দুক হামলায় মারা গেছেন।

পুলিশ জানিয়েছে করাচির ব্যস্ত লিয়াকাতাবাদ এলাকায় তার গাড়িতে দুজন বন্দুকধারী হামলা চালায়।
কেউ এখনো এই হামলার দায় স্বীকার করেনি।

শুধু পাকিস্তানেই নয়, পুরো ভারতীয় উপমহাদেশে কাওয়ালি অর্থাৎ সুফি ঘরানার ভক্তি সঙ্গীতের জগতে শীর্ষ একজন ব্যক্তিত্ব ছিলেন আমজাদ সাবরি।

তার প্রয়াত বাবা গুলাম ফরিদ সাবরি সাবরি ব্রাদার্স নামে কাওয়াল সঙ্গীত দলের প্রধান গায়ক ছিলেন।

সত্তর দশক থেকে সাবরি ব্রাদার্স উপমহাদেশের সুফি সঙ্গীতের জগতে ঝড় তুলেছিল।

পাকিস্তানে সুফি মতবাদের লাখ লাখ মানুষ রয়েছেন। কিন্তু বেশ কিছুদিন ধরেই সুফি ঘরানার শিল্পীরা ইসলামী কট্টরপন্থীদের টার্গেট হচ্ছেন। -বিবিসি

No comments:

Post a Comment