Saturday, May 7, 2016
WildFire at Fort McMurray, Alberta, Canada Forces Mandatory Evacuation [...
#Canada .....
এই মুহূর্তে এই দাবানল জ্বলছে নিউ ইয়র্ক শহরের আয়তন জুড়ে। ===>>
সেখানে আগুনের শিখা রাস্তার ওপর দুশো ফুট উঁচুতে জ্বলছে .... !!!
--------------------------
ক্যানাডার কর্মকর্তারা বলছেন ফোর্ট ম্যাকমারে শহরে যে দাবানল শুরু হয়েছিল চারদিন আগে, তা এখনও আয়ত্তে আনা সম্ভব হয় নি।
তারা বলছেন এই দাবানল আগামী ২৪ ঘন্টায় দ্বিগুণ আকার নিতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
এই মুহূর্তে এই দাবানল জ্বলছে নিউ ইয়র্ক শহরের আয়তন জুড়ে। দমকা বাতাসের বেগে এবং শুকনো ডালপালার কারণে তা আরও বিস্তার লাভ করছে।
শহরের ৮০ হাজারের বেশি মানুষ সবাই শহর ছেড়ে নিরাপদ জায়গায় সরে গেছে, কিন্তু এই আগুন এখন শহরের সীমানা ছাড়িয়ে বাইরে ধেয়ে যাচ্ছে।
বেশিরভাগ মানুষ দক্ষিণে পালিয়েছেন, যদিও অনেকে উত্তরে গেছেন।
স্থলপথে একটি যানবহর তেলকর্মীদের উত্তরে অস্থায়ী শিবিরে নিয়ে যাচ্ছিল, সেই যাত্রা স্থগিত করতে হয়েছে কারণ সেখানে আগুনের শিখা রাস্তার ওপর দুশো ফুট উঁচুতে জ্বলছে।
দক্ষিণগামী দেড় হাজারের মত গাড়িও শুক্রবার মাঝপথে আটকে গেছে কারণ আগুনের মধ্যে দিয়ে চলাচল অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
ইতিমধ্যে আগুন এক হাজার বর্গকিলোমিটার এলাকা জুড়ে জ্বলছে। ....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment