Pages

Pages for Language Studies

Pages on Academic Studies

News & Views : Links

Monday, May 16, 2016

যে ছিল দৃষ্টির সীমানায় - শাহনাজ রাহমাতুল্লাহ featuring বাঁধন



Pride of Bangladesh ...... "Shahnaz Rahmatullah"
একটি অসাধারন , কালজয়ী , চির সবুজ , রোমান্টিক গান । গানটির Lyrics :
যে ছিলো দৃষ্টির সীমানায়,
যে ছিলো হৃদয়ের আঙ্গিনায়
সে হারালো কোথায়
কোন দুর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি,
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।
যতখানি সুখ দিয়েছিল,
তার বেশী ব্যাথা দিয়ে গেল
স্মৃতি তাই আমারে কাঁদায়
সে হারালো কোথায়
কোন দুর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি,
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।
যতটুকু ভুল হয়েছিল,
তার বেশী ভুল বুঝেছিল
কি যে চায় বলেনি আমায়
সে হারালো কোথায়
কোন দুর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি,
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।
===>> https://www.youtube.com/watch?v=hdmrm3-nNzI

No comments:

Post a Comment