Pages

Pages for Language Studies

Pages on Academic Studies

News & Views : Links

Saturday, February 27, 2016

SEO Tutorial (Rank checker)



কোন নিদ্দিষ্ট কিওয়ার্ডে আপনার ওয়েব সাইটের অবস্থান গুগলে কোথায় তা জানা একজন ওয়েবমাষ্টারের জন্য অপরিহার্য। গুগলে আপনার সাইটের আর্টিক্যাল বা পোষ্ট এর অবস্থান জানা থাকলে র‌্যাংক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহজ হয়।
অনেক সময় ফ্রিল্যান্সিং সাইটে এ ধরনের কাজ দেখা যায়, বায়ারের সাইটকে কোন বিশেষ কিওয়ার্ডের মাধ্যমে প্রথম পেজে নিয়ে আসতে হবে। এ ধরনের কাজে প্রথমেই জানা প্রয়োজন উক্ত কিওয়ার্ড দিয়ে তার সাইটের বর্তমান অবস্থান কোথায়।  নিচের ভিডিও টিউটোরিয়ালে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভাল লাগলে টিউটোরিয়ালটি সবার সাথে শেয়ার করুন।

No comments:

Post a Comment