কালিমার গুরুত্ব @47:00 ... কোন আমল ছাড়া শুধু কালিমা তাইয়িবা -ই অবশেষে একজনকে জাহান্নাম থেকে মুক্তি দিবে ------- এই হাদীস শরীফ তার প্রমাণ । অথচ, আরবী সালাফী ( শেখ উসাইমিন ) নামাজ ত্যাগকারীকে ( বেনামাজীকে) মুশরিক বলে উল্লেখ করেছেন । ====>> আল-হাদীসঃ ( কিয়ামতের আগে যে মুসলমান বাকী থাকবে তাদের ঈমানী অবস্থা ) ....
হযরত হোযায়ফা রাঃ হতে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাসুল সাঃ ইরশাদ করেছেন , কাপড়ের কারুকার্য যেমন মুছে ও অস্পষ্ট হয়ে যায় তদ্রূপ ইসলামও এক সময় অস্পষ্ট হয়ে যাবে । এমন কি লোকেরা এটাও অবগত থাকবে না যে, রোযা কি জিনিস এবং সদকা ও হজ্জ কি জিনিস । একটি রাত আসবে যখন অন্তর সমূহ হতে কুরআন তুলে নেওয়া হবে , এবং যমিনের উপর তার একটি আয়াতও বাকি থাকবে না । বিক্ষিপ্ত ভাবে কিছু বৃদ্ধ পুরুষ ও বৃদ্ধা মহিলা বাকী থাকবে , যারা বলবে যে, আমরা আমাদের মুরুব্বীদের নিকট হতে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শুনেছিলাম এজন্য আমরাও এই কালিমা পড়ে থাকি । হযরত হোযায়ফা রাঃ -এর ছাত্র সিলা ইবনে যুফার জানতে চাইলেন, যখন তারা রোযা, সাদকা , হজ্জ সম্বন্ধে জানবে না তখন শুধু এই কালিমা তাদের কি উপকার দিবে ? হযরত হোযায়ফা রাঃ কোন জবাব দিলেন না । তিনি তিন বার এক -ই প্রশ্ন করলেন, প্রতিবার-ই হযরত হোযায়ফা রাঃ জওয়াব দেওয়া থেকে বিরত রইলেন । তৃতীয় বার ( পীড়া পীড়ি ) করার পর তিনি বললেন, হে সিলাহ ! এই কালিমা -ই তাদের কে দোযখ হতে নাজাত প্রদান করবে । ------------------- ( মুস্তাদরাক-ই হাকিম )